বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

টঙ্গীবাড়ী আড়িয়লে শিক্ষা উপকরণ বিতরণ

টঙ্গিবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ১৫:৫১
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উৎসব মূখর পরিবেশে শিক্ষা উপকরন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৪৪ জন শিক্ষার্থীর মাঝে ১টি স্কুল ব্যাগ, ১টি ছাতা, ১২ টি কলম, ৬ টি খাতা, রংপেন্সিল, ১ টি স্কেল, ১ টি জ্যামিতি ও কালার পেপার বিতরন করা হয়।

মাননবতার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফয়সাল বেপারীর সার্বিক তত্বাবধানে সদস্য মোঃ ফরহাদ ও তৃপ্তির সঞ্চালনায় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রাসেদ সারোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দুলাল হাওলাদার, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা, মির্জা বাদশা শাহীন, রফিকুল ইসলাম হিরো নোয়াব, আনোয়ার হাওলাদার, কুদ্দুশ বেপারী, মনির হোসেন, মিজানুর রহমান বেপারী, অনিক শেখ । অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান, মেহরাব, ফরহাদ, ওবায়দুল্লাহসহ অন্যান্য শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে