রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

গোসাইরহাটে অবৈধ চায়না দুয়ারী, কারেন্ট জাল জব্দ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ১৫:৩৩
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের গোসাইরহাটে উন্মুক্ত জলাশয় খাল ও বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার দাশেরজঙ্গল বাজারে মৎস্য অধিদপ্তরের অভিযানে মালিকবিহীন ৩ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরজঙ্গল বাজারে অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল জব্দকরা হয়। যাহার বাজার মূল্যে প্রায় ৮ লাখ টাকা৷ এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট থানা পুলিশ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

তিনি আরো জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে