সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে মা সমাবেশ ও স্বাস্থ্য পরীক্ষা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ১৫:৩২
ছবি: যায়যায়দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে মা সমাবেশে পুষ্টিকর খাবার রান্না প্রদর্শনী ও স্বাস্থ্য পরীক্ষা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার পাবো পুষ্ঠিগুণে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়নের ছাতারগ্রামে এ অনুষ্ঠান হয়।

মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ও গোয়াইনঘাট এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে ১২০ জন মা ও শিশু অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন ও মা-শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসিট্যান্ট সার্জন ডা. কামরুন নাহার লিজা।

ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুস সালাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সুহিন মাহমুদ, বিশিষ্ট মুরুব্বী জয়নুল হক, শিশু ফোরাম সদস্য ফয়েজ আহমদসহ অন্যান্যরা। আলোচনা শেষে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. কামরুন নাহার লিজা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে