শাল্লায় ভ্রাম্যমান অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
প্রকাশ | ১৩ মে ২০২৪, ১৮:১৭
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নাপ্তারকুড় জলমহাল ও আশেপাশের এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকার ছায়না রিং চাই জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার হাওরগুলোতে অবৈধ রিং চাই জব্দে অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। অভিযানের সময় সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান।
পরে জব্দকৃত জাল গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জনসম্মুখে শাহীদ আলী মাঠে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান জানান, শাল্লা উপজেলার বিভিন্ন হাওর ছায়না রিং চাই দিয়ে মৎস্য আহরণ করছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩০ টি ছায়না রিং চাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
যাযাদি/ এম