শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জীবননগরে সর্বজনীন পেনশন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১৩ মে ২০২৪, ১৫:১৭
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গা’র জীবননগরে "সর্বজনীন পেনশন স্ক্রিম বাস্তবায়নে করণীয়" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন' প্রতিপাদ্যে সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক পিএলসি জীবননগর শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও ইমাম-পুরোহিতরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে সর্বজনীন পেনশন স্ক্রিম কীভাবে বাস্তবায়ন করা যায় ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষকে পেনশনের আওতায় নিয়ে আসার জন্য বিস্তারিত উন্মুক্ত আলোচনা করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে