মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিস প্রতিকে কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী শিল্পী আক্তার নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে ৪৪ টি কেন্দ্রের ফলাফলে কাপ পিরিস প্রতিকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন ১৯ হাজার ৯১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক আনারস প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১১৮ ভোট। এছাড়া আমেরিকা প্রবাসী কবির উদ্দিন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৩৬৩ ও উপজেলা আ'লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯৪০ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতিকে জুয়েল রানা ২১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া প্রতীকে ১৩২৭৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শিল্পী আক্তার ফুটবল প্রতিকে ২৯৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রনজিতা শর্মা প্রজাপতি প্রতিকে ১৯৭৭৯ ভোট পেয়েছেন।
যাযাদি/এসএস