পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের কর্তৃক স্থাপিত নির্বাচনী ক্যাম্পগুলো ভেঙে দিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ।
গতকাল মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার থানা ব্রিজ, নতুন বাজার, পাগলার মোর এলাকায় নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করে স্থাপিত ওই ক্যম্পগুলো ভেঙে দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচারন বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা ক্যাম্প স্থাপন করতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত নমিনেশন সাবমিটের পরও উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার করার অভিযোগে বর্তমান চেয়ারম্যান ড.হারুন অর রশীদ হাওলাদারের কাছ থেকে গাড়ির চাবি সিছ করা হয়েছে এবং আগামী ১৩/৫/২০২৪ তারিখ মার্কা পাওয়ার আগে তাকে সরকারি বাসভবন ছেড়ে দিতে হবে।
যাযাদি/ এসএম