রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কলমাকান্দায় নির্বাচনে এমপির প্রভাব বিস্তারের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৩ মে ২০২৪, ২০:০৮
ছবি-যায়যায়দিন

নেত্রকোনার কলমাকান্দায় ৮ মে প্রথমধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে আচরণবিধি অনুসরন না করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ এনে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন।

কলমাকান্দা উপজেলা পরিষদ মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন বলেন, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী ও তার গ্রæপের নেতাকর্মীদের কর্মকান্ডে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছেন সেখানে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোশতাক আহমেদ রুহী এমপি সাধারন ভোটারদের বিভিন্ন রকম উস্কানী ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশের অবনতির চেষ্টা করছেন। আমি নির্বাচন নিয়ে শঙ্খিত । তিনি আরেক প্রার্থী আব্দুল কদ্দুস বাবুলকে জয়ী করতে নগ্ন হস্তক্ষেপ শুরু করেছেন। আমার ৩১ জন নেতা কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করিয়েছেন।

স্থানীয় এমপির এহেন কর্মকান্ডে নির্বাচন কমিশন নিশ্্চুপ থাকলে কলমাকান্দা উপজেলার অপুরনীয় ক্ষতির আশংকা রয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট আমরা জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্চ্ছোসেবকলীগ, ছাত্রলীগসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কোন সাড়া না পাওয়ার তাঁর প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে