বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ তজুমদ্দিনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ১৯:৫৫
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ তজুমদ্দিনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে (৩য় ধাপ) তিন পদে ১৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ৩য় ধাপে আগামী ২৯ মে তজুমদ্দিন উপজেলা উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফখরুল আলম (জাহাঙ্গীর), সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন (দুলাল) ও ব্যবসায়ী মো. রেজাউল করিমসহ ৪ জন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো: হাসনাইন ( সোহেল), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন ও এনজিও কর্মি মো: শামসুদ্দিন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেন। এরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কোহিনুর বেগম (শিলা), উপজেলা মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা বেগম (সাজু), যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক হনুফা আক্তার (রুপা) ও মহিলা আওয়ামী লীগ নেত্রী কয়ে ফুল বেগম শাহ।

রিটার্নিং অফিসার মো.কয়সার খসরু বলেন, ৩য় ধাপের উপজেলা নির্বাচনে তজুমদ্দিন উপজেলায় ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র তফসিল অনুযায়ী যাচাই- বাছাই হবে ৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩ শত ৮৮ জন। পুরুষ ৫৩ হাজার ৭ শত ৪০ জন। নারী ৪৯ হাজার ৬ শত ৪৮ জন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে