নদীতে মাছ ধতে গিয়ে ডুবে যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ২১:৩২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ৭ ঘন্টা পর দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী। 

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার সময় মাতামহুরী নদীর বেতুয়াবাজার ব্রীজ পয়েন্ট এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয় তারা বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার হয়।

তারা হলেন, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কালাগাজী সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সেকান্দর পাড়ার আবদুস সালামের ছেলে মো. আবদুল মুবিন (১৮)। 

স্থানীয় লোকজন জানায়, সকালে মাতামুহুরী নদীর বেতুয়াবাজার পয়েন্টে নদীর মাঝখানে জাল দিয়ে মাছ ধরতে যায় দুই যুবক মনছুর আলম ও মুবিন। এক পর্যায়ে দীর্ঘক্ষণ পানিতে ডুব দিয়ে না উঠায় নদীর তীরে থাকা লোকজন খোঁজ নিতে থাকে। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়া হয়। চট্টগ্রাম থেকে ডুবুরির দল এসে দুপুর ২টার দিকে নিখোঁজ দুই যুবককে উদ্ধার তৎপরতা চালায়। পরে বিকাল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরী। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

যাযাদি/ এম