মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস পালিত
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৫৫
‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অশীদারিত্বমূলক প্রকল্পের আওতায়’ পর্যটন জেলা শহর মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্ত’র আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি আদালত সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হক। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হক।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ’র সঞ্চালায় এতে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (চলতি দ্বায়িত্ব) রিয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
যাযাদি/ এসএম