ছাতকে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের ১৪৪ ধারা জারি

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০৯:৫২

সুনামগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ প্রশাসন নিয়ে সারজমিনে মাঠে অবস্থান করেন এবং ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকে অবহিত করেন। এসময় মাঠে পুলিশের কড়া অবস্থান নিতেও দেখা যায়।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টায় থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, বাজারের পরিস্থিতি শান্ত রাখতে ইজারাদার জাহাঙ্গীর আলমকে আজকে আর মাশুল না তুলতে নির্দেশ প্রদান করেন। এসময় তিনি প্রতিপক্ষের লোকজনকে সংঘাত এড়িয়ে চলার নির্দেশনাও দেন।

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী সহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও থানা পুলিশের অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস