শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জীবননগরে তীব্র গরমে ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠাণ্ডা পানি ও স্যালাইন বিতরণ

জীবননগর প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৯:২৭
জীবননগরে তীব্র গরমে ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠাণ্ডা পানি ও স্যালাইন বিতরণ

গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। শনিবার দুপুর ১২টায় এ জেলায় সর্বোচ্চ ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে, প্রচন্ড তাপদহ ও তীব্র গরমে নিম্ন শ্রেণির মানুষকে একটু স্বস্তি দিতে চুয়াডাঙ্গার জীবননগরে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন এক ব্যবসায়ী। তিনি শহরের ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠাণ্ডা পানি, খাবার টেস্টি স্যালাইন ও একটি করে ট্যাং বিতরণ করছেন। শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি. এ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম, এ্যাড. রাজা প্রমুখ।

এসময় তিনি বলেন, ‘এই গরমে এমন একটি উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবানরা যদি সবাই এভাবে এগিয়ে আসে, তাহলে নিম্ন শ্রেণির মানুষের কষ্ট অনেকটা লাঘব হয়।’

কর্মসূচির উদ্যোক্তা সোহানা ভ্যারাইটিজ স্টোরের স্বত্ত্বাধিকারী সালাউদ্দিন রিপন জানান, ‘এই গরমে সাধারণ মানুষের কষ্টের কথা অনুভব করে এ উদ্যোগ গ্রহণ করেছি। পথচারী ও ভ্যানচালকদের মাঝে এ ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে। প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাল্লাহ।’

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে