বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৭

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম হাদি, মুক্তিযোদ্ধা মো. মঞ্জিল মিয়া, উপ প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী সাহেদ, সাংবাদিক নুরুল ইসলাম প্রমূখ।

এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


যাযাদি/এসএস