ঝালকাঠিতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ১৪:৪৯

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ঝড়ের সময় বজ্রপাতে হেলেনা বেগম ও মিনারা বেগম নামে দুই নারী এবং মাহিয়া আকতার ঈশানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার জেলার কাঠালিয়া ও সদর উপজেলায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালানো এই বজ্রসহ ঝড়ে ঝালকাঠি জেলার চার উপজেলায় শতাধিক বসতঘর ভেঙে পড়েছে। এ সময় গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। 

 ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান বজ্রপাতে সদর উপজেলায় পোনাবালিয়া ইউনিয়নে ঈশানা নামের এক শিশু ও শেখেরহাট ইউনিয়নে মিনারা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বজ্রপাতে কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ গাজিবাড়ি এলাকায় গরু আনতে গিয়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 নিহত হেলেনা মুন্সিরাবাদ গাজিবাড়ি গ্রামের মৃত আলম গাজির স্ত্রী ও মিনারা বেগম ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী। এ ছাড়া পোনাবালিয়া গ্রামে গরু আনতে গিয়ে ঈশানা নামে এক শিশুর মৃত্যু হয়।

যাযাদি/ এসএম