চুয়াডাঙ্গ ‘র জীবননগরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন মোড়ল, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দীন জালাল, জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার আফরিন রহমান, জীবননগর থানার এসআই ফিরোজ । এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপনে পহেলা বৈশাখের দিন নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
যাযাদি/ এসএম