পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কারামুক্তি উপলক্ষে সোমবার (১ এপ্রিল) বিকালে স্থানীয় আশ্রাফ গ্রীন পার্কে সংবর্ধনা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আলহাজ্ব মোঃ আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মীনি মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বায়েজিদ আহমেদ পান্না, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, ডাঃ সাইফুল আল রঞ্জু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার প্রমুখ। এছাড়াও উপজেলার ছয় ইউনিয়নের প্রায় আট হাজার নেতাকর্মী ও সাধরণ মানুষ এতে অংশ নেয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসাইন।
যাযাদি/ এম