দৌলতখানে ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ১৯:০৮

দৌলত খান , ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের নিচে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ১৬ জন প্রান্তিক জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান ।

এসময় বক্তব্যে ইউএনও পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষদের ভালোবাসেন। এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপহারস্বরূপ উপজেলার জেলেদের মাঝে বিনা মূল্যে বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুর নাহার বিনু সহ অনেকে।  

 

যাযাদি/এসএস