যশোরের বাঘারপাড়ায় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন 'বাঘারপাড়া ব্লাড ব্যাংক'র পক্ষ থেকে এ সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে সংগঠনটির সহ সভাপতি পরিমল বিশ্বাস বলেন, আমাদের প্রচেষ্ঠা ছিলো এমন কিছু পরিবার খুঁজে বের করা যাদের ঈদে এই অল্প কিছু উপহারের খুব বেশি প্রয়োজন ছিলো এবং আমরা পেরেছি তাদের কাছে উক্ত উপহার পৌঁছে দিতে। ঈদ সবার জন্যেই আনন্দের। তাই সেই আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই সমাজের সুবিধাবঞ্চিতদের সাথে, বিনিময়ে আমরা পেয়েছি তাদের মুখের তৃপ্তির হাসি।
যাযাদি/ এস