বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

দুমকিতে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৪, ১৪:১৩
ছবি-যায়যায়দিন

পটুয়াখালীর দুমকিতে কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবককে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮ এর একটি টিম বরগুনা জেলার ফুলঝুঁড়ি এলাকা থেকে আসামি মোঃ দুলাল খন্দকারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পটুয়াখালী র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালীর দুমকি থানার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

গত বছরের ১৭ আগস্ট রাতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে প্রতিবেশি দুলাল খন্দকার তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে নানা ভয়ভীতি দেখিয়ে ৩ দফায় ধর্ষণের শিকার হয় মেয়েটি। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা রবিবার ধর্ষক দুলাল খন্দকারের বিরুদ্ধে দুমকি থানায় মামলা দায়ের করেন।মামলা নং-০৬।

মামলা রুজুর পর পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি দুলাল খন্দকারকে বরগুনা জেলার ফুলঝুঁড়ি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, আসামিকে কোর্টে সোপর্দ করা হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে