মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ১৫:৫০
পটুয়াখালীর মির্জাগঞ্জ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো: আবু বক্কর সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো: ইসমাইল হোসেন, মো: ইউনুস আলী সরদার, মো: জসিম উদ্দিন জুয়েল বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজ মল্লিক, সহকারী কমিশনার ভূমি মোঃ ইমরান জাহিদ খান, অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান প্রমুখ।
যাযাদি/ এসএম