জীবননগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ১৫:৩৭

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বেলা ১১টায় রচনা প্রতিযোগিতা, সাড়ে ১১টায় চিত্রাঙ্কক প্রতিযোগিতা, দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া বঙ্গবন্ধুর জন্য কোরআন তিলাওয়াত, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিম খানায় উন্নত মানের খাবার বিতরণ করা হয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উদ্ধৃতি, নান্দনিক ড্রপডাউন ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত আলোকসজ্জাকরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। এর আগে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন।

যাযাদি/ এসএম