সুনামগঞ্জের শাল্লায় কান্দিগাঁও এলাকায় বাড়ীর সিমানাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ৫২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সেন্টু মিয়া ও মালেক মিয়ার বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সোমবার সকালে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও সাবেক মেম্বার আব্দুল খালেক দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংঘর্ষে উভয় পক্ষে চার পুলিশসহ ৫২ জন আহত হয়েছে।
নয়জন গুরুতর আহত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক মুন্সী জানান, দুই গ্রুপের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ৫২ জন আহত হয়েছে। এঘটনায় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এসএম