পটুয়াখালী আবারো বিপুল ভোটে মহিউদ্দিন আহম্মেদ মেয়র নির্বাচিত
প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ১৩:৫৪
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মহিউদ্দিন আহম্মেদ (জগ প্রতীক) পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ডা. মো. শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অর্থাৎ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে তিনি (মহিউদ্দিন আহম্মেদ ) পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।
তিনি বলেন,‘ সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।’
এদিকে নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অন্যান্যরা ছিলেন মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ী) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন,‘ গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি তাই মানুষ এর প্রতিদান আজ আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশাআল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো।’
যাযাদি/ এসএম