থানচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ১২:১৩

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে অসহায় ও দরিদ্র কয়েকশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বলীপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীবাজার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।  

দিনব্যাপী বিনামূল্যে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহরাব হোসেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঋতুপন্ন চাকমা ও বিএনকেএস'র ডা. উবাথোয়াই মার্মাসহ তিনজন চিকিৎসক। 

এসময় বিভিন্ন এলাকা থেকে আসা পাহাড়ি-বাঙ্গালী শিশু, নারী, পুরুষ ও বয়স্ক  অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

আয়োজকরা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষরা শহরে গিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো কিংবা চিকিৎসা করানোর মতো সামর্থ্য থাকে না। এসব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্যই ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন। 

যাযাদি/ এসএম