বেইলি রোডের আগুনে নিহত ড্যাফোডিলের শিক্ষার্থী তুষার
কাঠালিয়ায় শোকের মাতম
প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ১৮:৩৯
রাজধানী বেইলী রোডে গ্রীন কজি কটেজ ভবনের কাচ্ছি ভাই রেস্টুরেন্টের অগ্নিকান্ডে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তুষার হাওলাদার নিহত হয়। ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া গ্রামে তুষারের বাড়িতে চলছে শোকের মাতম। মা অঞ্জনা রানী হাওলাদার একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্র হয়ে পড়েছে।
আজ শুক্রবার ( ১ মার্চ) বিকালে তুষারের পিতা দিনেশ হাওলাদার একমাত্র ছেলের মরদেহ বাড়ীতি নিয়ে আসতে না আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামের শত শত লোক মরদেহ এক নজর দেখার জন্য বাড়ি তে ভিড় জমায়। এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
তুষারের পিতা দিনেশ হালদার ঢাকা বার্ডেম হাসপাতালে চাকুরী করেন।
তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করত। দিনেশের দুই সন্তানের মধ্যে তুষার বড় ও অদিতি ছোট। তুষার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিভাগে সদ্য অনার্স সম্পন্ন করেছেন। অগ্নিকান্ডের দিন তুষার ঐ রেস্টুরেন্টে খেতে গিয়েছিলো।
আজ রাতে তালগাছিয়া গ্রামের তার নিজ বাড়ীতে সৎকার অনুষ্ঠিত হবে।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, তুষারের বাড়ীতে গিয়ে তার পিতা-মাতাকে শান্তনা দেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।
যাযাদি/ এসএম