হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন ওষুধ দোকানীকে জরিমানা

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৮

হাতিয়া প্রতিনিধি

বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ওষুধ ব্যবসায়ীকে (দোকানিকে) ২৫ হাজার টাকা জরিমানা করা  হয়েছে।‌

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী এই আদালত পরিচালনা করেন। এ সময় অনেক দোকানদার ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর শুনে দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়।

 উক্ত অভিযানের সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমেন সাহা। উল্লেখ্য গত মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা সভায় স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন ফার্মেসী, মুদি ও স্টেশনারি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল পণ্য বিক্রির অভিযোগ করেছেন।       

 
যাযাদি/এসএস