বেতাগীতে মাতৃভাষা দিবসে শিশুদের শুদ্ধ বাংলা লেখা প্রতিযোগীতা
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২
বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স এনসিটিএফ ও সেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটির যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, শুদ্ধ বাংলা লেখা, চিত্র অংকন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা এনসিটিএফ সভাপতি মো. আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহমুদা খানম।
উপজেলা এনসিটিএফ সাধারণ সম্পাদক তাকওয়া তারিন নুপুর ও সহ সভাপতি মাহমুদ হাসান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন বেতাগী প্রেসক্লাব'র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম শিকদার, বেতাগী প্রেসক্লাব'র সাবেক সভাপতি মো. খাইরুল বিশ্বাস, গ্রিন পিস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানের সবশেষে ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শহীদের প্রতি দোয়া ও আলোচনা সভা।
যাযাদি/ এম