কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

২১ ফেব্রুয়ারি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সহিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। 

ভোরে জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির সূচনা হয়। ১৯৫২ সালের ভাষা শহিদগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্ড-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও বার্ড-এর মহাপরিচালক জনাব সুব্রত কুমার সিকদার। 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বার্ড-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতিমঞ্চে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সমবেত সঙ্গীত পরিবেশন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, পবিত্র কুরআন খতমের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তাগণ বাংলা ভাষার জন্য ভাষা শহিদগণের ত্যাগের মহিমা তুলে ধরেন।

 এছাড়াও শহিদগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

যাযাদি/ এসএম