মদনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭

মদন (নেত্রকোণা) সংবাদদাতা

নেত্রকোণার মদনে অটোরিক্সার চাপায় রিমা (৭) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। তিনি রত্নপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। রবিবার বিকালে মাদ্রাসার ছুটি শেষে বাড়ী ফেরার সময় মদন- কেন্দুয়া সড়কের হাসিম উদ্দিন মেম্বারের বাড়ীর সম্মূখে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা রত্নপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে। শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য হাসিম উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিমা আক্তার রত্নপুর মহিলা মাদ্রাসা থেকে বাড়ী ফিরছিল। বাড়ী যাওয়ার পথে মদন-কেন্দুয়া সড়কের হাসিম উদ্দিনের বাড়ীর নিকট গেলে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে যাবার সময় পিছন দিক থেকে অটোরিক্সা এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোসহ চালক কে আটক করা হয়েছে।

মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। অটো  চালক উপজেলার বাঁশরী গ্রামের হারুল মিয়ার ছেলে সোহাগ মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

যাযাদি/এসএস