উখিয়ায় ঝুপড়ি দোকান উচ্ছেদ, জরিমানা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে  অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দোকানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায়  করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন  কুতুপালং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ।
এ সময় সরকারি কমিশনার ভূমি   সালেহ আহমদ উপজেলা সেনেটারী কর্মকর্তা নুরুল আলম ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।সড়কে  যানজট নিরসনে  অবৈধভাবে বসানো   ঝুপড়ী দোকান উচ্ছেদ  সহ   মুল্যতালিকা  টাঙ্গিয়ে না দেয়ায়   ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২টি  দোকানকে  কে ১০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।

বাজারে  নিত্যপণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য বিপণন নিশ্চিতকরণে  এ  ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

যাযাদি/ এসএম