বেগমগঞ্জে বিদ্যুতস্পৃস্টে তিন নির্মাণ শ্রমিকরে মৃত্যু

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮

বেগমগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপু্রে বিল্ডিংয়ের বোরিংয়ের কাজ করার সময় বিদ্যুতস্পৃস্টে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার  দুপুরে এ ঘটান ঘটেছে।

নিহতরা হলো নোয়াখালীর সদর উপজেলার সোনপুরের সাকিল (২০), ‍নোয়াখালীর সদরের উত্তর ওয়াপদার ও রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনার কামরুল হাসান (৩০)   

নিহতের স্বজনরা জানান, বেগমগঞ্জ উপজেলা দুর্গাপুরে ৫ জন নির্মাণ শ্রমিকের একটি দল  বিল্ডিয়ের বোরিংয়ের কাজ করে। দুপুর একটার সময় পাচঁজনের মধ্যে দুই জন চা খেতে যায। আর তিন জন বোরিং ইঞ্জিন মেশিন স্থানান্তর করার সময়  লোহার খুটির সাথে উপরে থাকা বিদ্যুতের তার  লেগে ঘটনাস্থলে তিন শ্রমিক বিদ্যুতায়িত হয়।

স্থাণীয় এলাকাবাসী তাদের উ;দ্ধোর করে বেগমগঞ্জ  উপজেলা স্বাস্খ্য কমপ্লেকক্সে আনা হলে ডিউট  ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ডাক্তার বর্নি সাহা দুপুর আড়াইটার সময় তিন জনকে আনা হলে তারা দেখেন হাসপাতালে আসার আগেই বিদ্যুাতায়িত হয়ে তিন জনেরই মৃত্যু হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুদিপ্ত নাথ জানান খবর পেয়ে হাসপাতালে আসেন। এবং ঘটনাস্থলেও থানা পুলিশ রযেছে। কি কারনে এ তিনটি মৃত্যু হয়েছে তা তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরন করা হবে।

যাযাদি/ এম