বেতাগীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৬
বরগুনার বেতাগীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পয়তাল্লিশ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম ফারুক শিকদার।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজ্ঞান বিষয়ক আবিষ্কার সম্পর্কে অবগত হন। এ মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান বিষয়ক আবিষ্কার প্রদর্শন করা হয়।
আগামীকাল মঙ্গলবার মেলার সমাপ্তি হবে এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
যাযাদি/ এম