ভোলায় বিএনপির কালো পতাকা মিছিল
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৬
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে ভোলা জেলা বিএনপি।
শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে হোটেল শীষমহলের সামনে আসলে পুলিশের বাধায় সামনের দিকে যেতে না পাড়ায় মিছিলটি আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল, আলম, যুগ্ম আহবায়ক বশির হাওলাদার, বিএনপি নেতা মোঃ নাগর।
জেলা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ তসলিম।
ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল আলম ফেরদাউস, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম।
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
যাযাদি/ এসএম