ভোলা জেলা বিএনপির দোয়া ও মোনাজাত

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ১৭:১২

স্টাফ রিপোর্টার ভোলা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে  দোয়া ও মোনাজাতের আয়োজনের করেছে ভোলা জেলা বিএনপি। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের উদ্যোগে শুক্রবার ভোলা বড় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা ফজলুর করিম।

ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্ছু মোল্লা, আব্দুর রব কমিশনার, বশির হাওলাদার, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম,কায়েদ, শফিউল্লাহ আল নোমান, ভোলা পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস,সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ,সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন,সহ- সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার,  ভোলা জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সহ ভোলা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যাযাদি/ এসএম