বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-২ ; আহত-১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৫৫
গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-২ ; আহত-১৫

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) ভোর রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার দূর্ঘটনায় হতাহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, খুলনা জেলার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান (২৫) ও খুরৈার ডুমুরিয়া এলাকার রাজু আহম্মেদের স্ত্রী সায়মা বেগম (৩৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এসময় বাসটি সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দূমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিজান ও সায়মা বেগম নিহত হন এবং আহত হন আরো ১৫ যাত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

হাইওয়ে পুলিশের ওসি আরো বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে