কারাগারে অসুস্থ অস্ত্র মামলার কারাবন্দি আসামির মৃত্যু
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ নুর ইসলাম(৫০) নামে এক কারাবন্দির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের চকোরিয়া থানার অস্ত্র মামলার আসামি ছিলেন।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে তার মৃত্যু হয়। নূর ইসলাম বান্দরবানের লামা উপজেলার আজিজনগর গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কক্সবাজারের চকরিয়া থানার অস্ত্র মামলার আসামি নুর ইসলাম। চিকিৎসার জন্য গত বছরের ২১ ডিসেম্বর তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হস্তক্ষেপে রাজধানীর কয়েকটি হাসপাতাল তার চিকিৎসা চলছিল। সর্বশেষ ১২ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।
এদিকে মৃত নুর ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম জানান, তার বাবা নুর ইসলামের নামে গতবছর একটি অস্ত্র মামলা হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন তিনি। কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্টোক করেন।
হাসপাতালপুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকরা হবে। ময়না তদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যাযাদি/ এসএম