সদরপুরে খামারিদের প্রশিক্ষণ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৪

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আজ রোববার সকাল ১০টায় প্রাণিসম্পদ সভাকক্ষে ২দিন ব্যাপি ব্যবসা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন  করা হয়। উপজেলা প্রাণিসম্পদ ও সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন ফরিদপুর জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ মনমথ কুমার সাহা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডাঃ এ কে এম আশজাদ। প্রশিক্ষনে খামরীদের দিকনির্দেশনা হিসাবে কিভাবে তারা খামারে গরু-ছাগল হাঁস-মুরগী পালন করে সঠিক ভাবে বাজারজাত করে ব্যবসায়ীক ভাবে লাভবান হতে পারে সে পরামর্শ প্রদান করেন। কর্মশালায় উপজেলার ৩৯জন খামারী প্রশিক্ষনে অংশ নেন।

যাযাদি/ এসএম