শিবচরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:০৭

এস.এম.দেলোয়ার হোসাইন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঠাণ্ডা বাতাসের দাপট, হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। মাদারীপুর জেলার শিবচরে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রোকৌশলীদের সংগঠন (রিয়া)।

শনিবার (১৩ জানুয়ারী) উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢাকাস্থ স্পন্দন বি বাংলাদেশে ও শিবচরস্থ সাউথ বেঙ্গল ইউথ ক্লাব (এসবিওয়াইসি) এর আয়োজনে কয়েকটি ইউনিয়নের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজার সঞ্চলনায় ও স্পন্দন বি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাসানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার সহ-সভাপতি প্রকৌশলী সামসুল আলম তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়া’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল কুদ্দুস, রিয়া’র নির্বাহী সদস্য প্রকৌশলী মহিউদ্দিন ফারুক ও রিয়া’র কোষাধ্যক্ষ প্রকৌশলী মাহাবুবর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচরস্থ ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মাহবুব হোসেন বাদল, স্পন্দন বি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো: সাজ্জাদ হোসেন, সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা, সমাজ কল্যাণ সম্পাদক শাহিন বিন আনিস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা রবিন ও সদস্য রিপা আক্তারসহ অন্যান্যরা।


যাযাদি/এসএস