বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে ডুফা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, ভোলা
  ১২ জানুয়ারি ২০২৪, ১৮:২৪
ভোলায় চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে ডুফা ক্লাবের শীতবস্ত্র বিতরণ

ভোলার চরাঞ্চলের গরীব দুঃখী অসহায় শীতার্ত দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাব।

শুক্রবার সকালে ভোলার মাঝের চরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরন করা হয়। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুফা ক্লাবের সদস্য ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান,ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে সভাপতি রফিক উল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন,প্রধান মন্ত্রী কার্যালয় কর্মককর্তা কর্মচারী কল্যান তহবিল এর সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন ,ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে ডিরেক্টর - টিএম নুরুল আমিন প্যারিস, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, গাজী শেখ ফরিদ আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে