ভোলার ৪টি সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য মাঠে নেমেছে নৌ বাহিনীর সদস্যরা।
বুধবার সকাল থেকেই ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছেন তারা।
নৌ বাহিনী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌ বাহিনীও নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোলা জেলার ৪ টি আসনের সাত উপজেলায় ৭টি নৌ কন্টিনজেন্টে প্রায় ১ হাজার নৌ বাহিনীর সদস্য সহএকটি জাহাজ রয়েছে।
যাযাদি/ এসএম