কুমিল্লা-৯ আসনের লাকসাম-মনোহরগঞ্জে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার খিলা ইউপি’র বান্দুয়াইন দাখিল মাদ্রাসা মাঠে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন মন্ত্রী। নেতা-কর্মীদের পদচারনায় উঠান বৈঠক পরিনত হয় জনসমাবেশে। প্রচারনার শুরু থেকেই উঠান বৈঠক, গনসংযোগ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তৃণমুল নেতাকর্মী ও সাধারন মানুষকে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি। প্রচারনার অংশ হিসেবে প্রতিদিন ছুটছেন বিভিন্ন ইউনিয়নে, তুলে ধরছেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড।
এদিকে নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সংসদীয় আসনে দলীয় কোন কোন্দল না থাকায় দলের সকল নেতাকর্মী অংশ নিচ্ছেন তার সরব প্রচারনায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান আল-আমীন ভূঁইয়া, খিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক মোঃ রুহুল আমীন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, ইউনিয়ন যুবলীগ আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব সাফায়েত হোসন প্রমুখ।
যাযাদি/ এস