ফরিদপুরের চরভদ্রাসনে মৌচাষে উৎসাহী হচ্ছেন কৃষকেরা। রবি মৌসুমে চরভদ্রাসন উপজেলায় ১৩ শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর সেই সরিষা কে কেন্দ্র করেই গাজিরটেক ইউনিয়নের খালপার ডাঙ্গী গ্রামের বায়েজিদ বোসতামী নামে এক কৃষক মৌচাষ করছেন।
সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মোর্শেদ ও কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন উক্ত স্থানে মৌচাষ এলাকা ও পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।
ইউএনও বলেন উপজেলায় অনাবাদী জায়গা আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছেন তারা। সে লক্ষ্যে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করছেন তারা। এ সময় মৌচাষির বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন তিনি।
কৃষি কর্মকর্তা বলেন, চরভদ্রাসন উপজেলায় সরিষা ও পেয়াজের দানার মাঠে মৌমাছির সরব উপস্থিতি লক্ষণীয়। মৌমাছির বিচরনে ২০-২৫% ফসলের ফলন বৃদ্ধি পায়। ফসলের পরাগায়নে মৌমাছির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তারা মৌ চাষী ও মৌমাছির জন্য অনূকূল পরিবেশের জন্য কাজ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, মৌমাছির উপস্হিতি পর্যবেক্ষন করে গত বছরের তুলনায় ৩০% মধু উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
যাযাদি/ এম