বরুড়ায় ইউএনও'র সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ হল

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫১

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় ইউএনও'র সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ হলো।

বুধবার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামে জোসনা বেগমের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বুড়িচং উপজেলার সোহেল মিয়া নামক ব্যক্তির সাথে পুর্ব থেকে দিন তারিখ অনুযায়ী বিয়ে দেওয়ার কথা গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। 

মেয়েটির সাথে বাল্য বিবাহ দেওয়া হচ্ছে এ সংবাদ জানার পর দ্রুত সরেজমিনে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট এর বিধি অনুযায়ী বাল্য বিবাহ বন্ধ করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৮ বছর পুর্ন না হওয়ার আগ পর্যন্ত মেয়েকে বাল্য বিবাহ দিবেনা মর্মে লিখিত ভাবে অঙ্গীকার নামা দিয়েছেন মেয়েটির মাতা জোসনা বেগম। এসময় উপস্থিত জনসাধারন ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

যাযাদি/ এস