বাঁশখালী ফাউন্ডেশনের ৩২তম মেধাবৃত্তি পরীক্ষা ও ৩১তম মেধাবৃত্তি প্রদান

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের ৩২তম মেধাবৃত্তি পরীক্ষা এবং ৩১তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী ফাউন্ডেশনের ৩২তম এ মেধাবৃত্তি পরীক্ষা ও ৩১তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

এ সময় বাঁশখালী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে, অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরুর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আকতার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিরেক্টর আশরাফুল মোস্তফা চৌধুরী, অধ্যাপক সুজন বড়ুয়া, কবি কমরুদ্দিন আহমদ, মেধাবৃত্তি সমন্বয়কও প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আকতার, কুতুব উদ্দিন হাসান নূরী, আহমদুর রহমান মিটু, মোহাম্মদ হোসাইন সিকদার, নুরুল হোসাইন, অধ্যাপক মফিজ উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মোখতারুজ্জামান, অধ্যাপক ফরমান উল্লাহ, শেহাবউদ্দিন, কাজী শাহরিয়ারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এ সময় মেধাবৃত্তি পরীক্ষা শেষে সংগঠনের শিক্ষা ও বৃত্তি সম্পাদক অধ্যাপক সুজন বড়ুয়া ও অধ্যাপক ফয়েজ উল্লাহ'র সঞ্চালনায় ২০২২ সালে অনুষ্ঠিত ৩১তম মেধাবৃত্তি প্রদান করা হয়। এতে বিভিন্ন গ্রেডে স্কুল-মাদরাসার ৬৭জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্তদের সনদ, প্রাইজবন্ড ও উপহার সামগ্রী বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।'

যাযাদি/ এস