সারিয়াকান্দি স্বতন্ত প্রার্থীর সমর্থক অপহরনের অভিযোগ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৩, ২০:৩৩

সারিয়াকান্দী (বগুড়া) প্রতিনিধি

সারিয়াকান্দিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে  এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও পরিবারের আরও দুইজন কে অপহরন করার অভিযোগ পাওয়া গিয়েছে।

সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের সুতানারা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীর নাম শাহাজাদী আলম লিপি। তিনি বগুড়া-১ আসনের সারিয়াকান্দি সোনাতলা থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।

শনিবার দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে, সারিয়াকান্দি থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, সুনাতারা গ্রামের মৃত,ছুমছু মন্ডলের ছেলে হেলাল উদ্দিন, মৃত, জালাল মন্ডলের ছেলে রবিউল হাসান হেলাল সহ আরো কয়েক জন ১লা ডিসেম্বর রাতে ঐ পরিবার কে অপহরণ করে নিয়ে যায়।শাহাজাদী আলম লিপিকে সমর্থন করায় তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই বিষয়ে শাহাজাদী আলম লিপির সাথে কথা হলে তিনি জানান, আমার নির্বাচন কে বানচাল করতে একটি পক্ষ পরিকল্পিত ভাবে আমার সমর্থক কে অপহরণ করেছে। ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন তার পরিবারের পক্ষ থেকে আমি শনিবার দুপুরে থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন অভিযোগটি পাওয়ার পরপরই আমরা তদন্তে নেমেছি।

যাযাদি/এসএস