নেছারাবাদ উপজেলায় জাসদের মতবিনিময় সভা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আজ সকাল ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর উদ্যোগে রেলি করে। রেলিটি নেছারাবাদ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মতবিনিময় সভা করে। মতবিনিময় সভায় জাতীয় পার্টি জেপি নেছারাবাদ উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন জাসদের উপজেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আগামী বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তারা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা নস্যাৎ করার জন্য ঐ বিএনপি ও তাদের দোসরদের নিয়ে আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমারা ১৪ দল রাজপথে থেকে তাদের দাঁতভাঙা জবাব দিবো।

যাযাদি/ এসএম