নোয়াখালীতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৩, ১২:১১

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী অপর নারীর বিরুদ্ধে।
বুধবার (২৯ নভেম্বর) সকালে ধানসিঁড়ি ইউনিয়ননের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম (৫০) ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামের মো.সোলেমানের স্ত্রী।  

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে নিজেদের জমির ধান কেটে নেওয়ার পর ঝরে পড়া ধান কুড়িয়ে আনতে যান আলেয়া বেগম। এ সময় প্রতিবেশী রেজিয়া বেগমের সাথে তাদের হাঁসে জমিতে ঝরে পড়া ধান খেলে ফেলা নিয়ে বাকবিতন্ডা হয় আলেয়া বেগমের। এক পর্যায়ে লাঠি দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করেন রেজিয়া। এতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় আলেয়ার। পরে স্বজনরা আশংকাজনক অবস্থান তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পলিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। মরদেহ  ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যাযাদি/ এস