সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে বিমানে ঢাকা যাওয়ার চেষ্টা শিশুর

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৩, ১৩:১১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

রংপুরের কোতোয়ালি থানার একটি মহল্লার বাসিন্দা অটো-রিকশা চালকের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সি এক শিশু বালক উড়োজাহাজে চড়ে ঢাকায় যেতে অবৈধভাবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করলে শিশুকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিশুটির ইচ্ছা ছিল সৈয়দপুরে এসে বিমানে উঠবে। পরিকল্পনা অনুযায়ী রোববার বিকেলে সে বাসে চেপে সৈয়দপুরে আসে। এরপর বাস থেকে নেমে ব্যাটারিচালিত অটোরিকশায় ১০ টাকা ভাড়া দিয়ে বিমানবন্দরে চলে আসে সে। সন্ধ্যা ৭টার দিকে অন্য একটি পরিবারের সদস্যদের সঙ্গে সে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করে। সেখানে তার গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের। পরে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশনের নিয়ম অনুযায়ী, অবৈধভাবে বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করা একটি অপরাধ। তবে অন-প্রবেশকারী একটি শিশু। বিষয়টি মানবিকভাবে দেখে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। 


যাযাদি/ এসএম