হাকিমপুরে কৃষকদের মাঝে মাসকলাইয়ের বীজ বিতরণ  

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১৩:১৭

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে সোমবার (২ অক্টোবর )৩০ জন কৃষকের মাঝে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ইউএনও অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে এর আয়োজন করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলার হাকিমপুর পৌরসভা এলাকার ৮জন, আলীহাট ইউনিয়নের ১২ জন, বোয়ালদাড় ইউনিয়নের ৫ জন ও খট্রা-মাধব ইউনিয়নের ৫ জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডেব ও ৫ কেজি করে পটাস সার বিতরণ করা হয়। 

যাযাদি/ এস